নীলফামারীর সৈয়দপুরে পুলিশের পিকআপভ্যানে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সৈয়দপুর থানার ওসিসহ কমপক্ষে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার এ ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল শামসুল আলম (৫৫), মাইদুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৪৫) ও কনস্টেবল ফারুক (৪০)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর থানার ওসি মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সৈয়দপুরের ঠেলাপীর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পুলিশ ভানটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই কনস্টেবল শামসুল আলম নিহত হন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই কনস্টেবল মাইদুল ইসলাম ও শরিফুল মারা যান। এ ছাড়া শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ফারুক মারা যান।সৈয়দপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, পরিদর্শনসহ আহতদের নিয়ে রংপুর মেডিকেলে যান। নীলফামারী জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) ফিরোজ কবির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।জাহেদুল ইসলাম/এআরএ/এমএস
Advertisement