আন্তর্জাতিক

নিজের চরকায় তেল দেন : যুক্তরাষ্ট্রকে চীন

মানবাধিকারকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন।

Advertisement

একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে নিজেদের মানবাধিকার পরিস্থিতির উন্নতির আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এ এমন কথা বলেন।

সম্প্রতি একাধিক মার্কিন কর্মকর্তা চীনের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে বলেন, দেশটিতে জনগণের বাক স্বাধীনতা নেই। এর প্রেক্ষিতে লু ক্যাং বলেন, মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হওয়ায় যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বের করে দেয়া হয়েছে। তাই মার্কিন কর্মকর্তারা অন্য দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করার অধিকার রাখেন না।

এ সময় তিনি সাইবার জগতে গুপ্তচরবৃত্তির জন্য চীনকে অভিযুক্ত করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, যদি তাদের হাতে এমন প্রমাণ থাকে তাহলে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিক।

Advertisement

লু ক্যাং বলেন, চীন নিজেই সাইবার হামলার অন্যতম বড় শিকার। তাই আমরা সাইবার জগতে গুপ্তচরবৃত্তিসহ সব ধরনের নাশকতামূলক তৎপরতার বিরোধী।

এমএমজেড/এমএস