রাজনীতি

খালেদা জিয়ার ৭০তম জন্মদিন আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালদো জিয়ার ৭০তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। এরপর সময়ের পরিক্রমায় সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে অংশ নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।পঞ্চম থেকে অষ্টম সংসদ পর্যন্ত চারবারই তিনি সাংবিধানিক সুযোগ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি করে আসনে নির্বাচন করে পাঁচটিতেই বিজয়ী হন। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী নবম সংসদ নির্বাচনে সর্বোচ্চ তিনটি আসনে জয়ী হন তিনি।তার ৭০তম জন্মদিনে পাশে নেই বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আর চলতি বছরের জানুয়ারি মাসেই হারিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে।বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যর্থ সামরিক অভ্যুত্থানে বিপথগামী কিছু সৈনিকের হাতে নিহত হওয়ার পর তার সহধর্মিণী খালেদা জিয়া দলের হাল ধরেন। দীর্ঘ ৯ বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনে মূখ্য ভূমিকা রাখেন তিনি। ১৯৮৬ ও ১৯৮৮ সালের স্বৈরশাসকের বৈধতা দেয়ার নির্বাচন প্রত্যাখ্যান করে আপসহীন নেত্রীর মর্যাদা লাভ করেন তিনি। এর পরপরই ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়।খালেদা জিয়া নিজে পাঁচটি আসনে নির্বাচন করে প্রতিটিতে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্যারিশমেটিক নেত্রী হিসেবে আবির্ভূত হন। জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে এগিয়ে নিয়ে যান সব বাধা-বিপত্তি উপেক্ষা করে।উন্নয়নের রাজনীতির যে সূচনা জিয়াউর রহমান করেছিলেন, তার সফল বাস্তবায়নের দায়িত্ব পড়ে খালেদা জিয়ার ওপর। অবকাঠামো উন্নয়ন, সামাজিক ক্ষেত্রে উন্নয়নসহ বিশেষ করে নারীশিক্ষার উন্নয়নে খালেদা জিয়া বিশেষ সাফল্য অর্জন করেন। তার ক্যারিশমেটিক রাজনীতি বিএনপিকে দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করে।এমএম/এআরএস

Advertisement