আন্তর্জাতিক

কুয়ালালামপুরে গ্রেনেড বিস্ফোরণে নিহত ১

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পর্যটক অধ্যুষিত এলাকায় গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। বিবিসি তাদের অনলাইন সংস্করণে জানায়, বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিট বিনতাংয়ে একটি পানশালার সামনে এ হতাহতের ঘটনা ঘটে।কেনাকাটা, খাওয়া ও রাত্রি উদযাপনের জন্য বুকিট বিনতাং পর্যটকদের কাছে বেশ পছন্দের একটি জায়গা। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে পার্কিংয়ের কাজে নিয়োজিত এক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।এদিকে বিস্ফোরণের ঘটনার পর অবিস্ফোরিত অবস্থায় আরেকটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে কুয়ালালামপুরের পুলিশ প্রধান তাজুদিন মোহাম্মদ ইসা জানিয়েছেন। আগতদের মধ্যে আটজনই মালয়েশীয় নাগরিক। এছাড়া দু’জন চীনা নাগরিক এবং সিঙ্গাপুর ও থাইল্যান্ডের একজন করে নাগরিক রয়েছে বলে তিনি জানিয়েছেন।পুলিশ বলছে, ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্থানীয় সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিভেদের জের ধরে এ ঘটনা ঘটেছে।

Advertisement