মার্কিন সু্প্রিম কোর্টে সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি ক্যাভানাকে নিয়ে বিতর্ক এখনও থামেনি। এর মধ্যেই #মিটু আন্দোলন নিয়ে রসিকতা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে পেনসিলভেনিয়ার এক সভায় যৌন হয়রানির প্রেক্ষিতে শুরু হওয়া এ আন্দোলন নিয়ে কটাক্ষ করেন তিনি।
Advertisement
এ সময় ট্রাম্প বলেন, ওই আন্দোলনের জন্যই তিনি ‘দ্য গার্ল দ্যাট গন অ্যাওয়ে’ কথাটি ব্যবহার করতে পারেন না। গত জুলাইয়েও এই আন্দোলন নিয়ে রসিকতা করেছিলেন ট্রাম্প।
যৌন হয়রানির অভিযোগে হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হলিউডের বহু অভিনেত্রী। তার পর থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে #মিটু আন্দোলন।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও এক সময় প্রচুর মহিলা যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। কিন্তু তিনি বরাবর সেই অভিযোগ অস্বীকার করে বিষয়টি নিয়ে রসিকতা ও কটাক্ষ করে এসেছেন বারাবার। ট্রাম্প উল্টো দাবি করেন, নারীদের চেয়ে বিশ্বের নিপীড়িত পুরুষদের নিয়ে তিনি বেশি চিন্তিত।
Advertisement
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হোয়াইট হাউসেই নাকি এমন কিছু মানুষ বসবাস করেন, যাদের তিনি একেবারেই বিশ্বাস করেন না। ট্রাম্পও বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে জানান তিনি।
এসএ/পিআর