ঢাকা১৩.৬.১৯৬৯জাদু মনি,আমার স্নেহ ও ভালবাসা নিও। ওয়াজেদের চিঠি পেয়েছিলাম, উত্তরও দিয়েছি। বোধহয় পেয়ে থাকবে। জেল হতে বের হয়ে তোমাকে ভাল করে দেখতেও পারি নাই। শুধু তোমার শরীরের দিকে চেয়ে তোমাকে যেতে দিয়েছি। শরীরের প্রতি যত্ন নিও। ওয়াজেদের শরীর কেমন?আমরা সকলেই ভালো আছি। চিন্তা করিয়া শরীর নষ্ট করিও না। বোধহয় শুনেছ মানিক ভাই পিন্ডিতে মারা গিয়াছেন। বুঝতেই পার আমার অবস্থা। প্রফেসর হাই সাহেবও মারা গিয়াছেন। বাংলাদেশের দুইজন কৃতি সন্তান আমরা হারালাম। চিন্তা করিও না। সুইডেন খুব সুন্দর দেশ। তোমাদের খুব ভালো লাগবে। চিঠি দিও।তোমার আব্বাবর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই চিঠিটি স্থান পেয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘চিত্রগাঁথায় শোকগাঁথা’ শিরোনামের প্রদর্শনীতে।এএ
Advertisement