আন্তর্জাতিক

কাশ্মির আন্দোলনে পাকিস্তানের সমর্থন রয়েছে : হাইকমিশনার

কাশ্মিরিদের আন্দোলনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বাসিত। শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির পাকিস্তান দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর ডন নিউজ।  আব্দুল বাসিত বলেন, দুই দেশেরই উচিত কাশ্মির সমস্যার সমাধান করা। তা, যত দিন না হচ্ছে, তত দিন কাশ্মিরিদের অধিকার ফিরিয়ে দিতে তাদের সমর্থন করবে পাকিস্তান। পাকিস্তান সবসময় ভারতের সঙ্গে স্বাভাবিক এবং সহযোগী সম্পর্ক চায় এবং সম্পর্ক উন্নয়নের জন্য বিশেষ করে জম্মু-কাশ্মির সমস্যাসহ বর্তমান সমস্যার নিরসন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।  উল্লেখ্য, ২৩ আগস্ট দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত সপ্তাহেই সরতাজ আজিজ বলেছেন, মূল ইস্যু কাশ্মীরসহ দুই দেশের উদ্বেগের যাবতীয় বিষয় নিয়ে ভারতের সঙ্গে শর্তহীন, লাগাতার, গঠনমূলক ও ফলদায়ী আলোচনা চায় পাকিস্তান। এদিকে, শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, পাকিস্তানের সকল নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এএইচ/পিআর

Advertisement