খেলাধুলা

সাকিবের অভাব পূরণে ডাকা হলো রাব্বিকে!

এশিয়া কাপ থেকে ফিরে বাংলাদেশ দল পরিণত হয়েছিল ছোটখাটো মেডিকেল হাউজে। দুবাইতে এশিয়া কাপ খেলতে যাওয়া দলের প্রায় সবারই ছিলো ইনজুরির সমস্যা। যার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় সাকিব আল হাসানের। বাঁহাতের কনিষ্ঠায় ইনজুরিতে চলতি বছরের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হবে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে।

Advertisement

ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণা নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কেননা সাকিব আল হাসান না থাকা মানে তার বদলে দুই ক্রিকেটারকে নেয়া। তবে এবার আর সে পথে না হেটে ৩০ বছর বয়সী ফজলে মাহমুদ রাব্বিকে দিয়েই সাকিবের অভাব পূরণের পরিকল্পনায় নেমেছে বিসিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে নতুন মুখ বলতে কেবল বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ফজলে রাব্বি। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ সাঈফউদ্দীন।

এশিয়া কাপের ব্যর্থতাপূর্ণ পারফরম্যান্সের কারণে মোসাদ্দেক সৈকতের বাদ পড়াটা একপ্রকার নিশ্চিতই ছিলো। তার বদলেই সুযোগ পেয়েছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার সাঈফ। ইনজুরিতে ছিটকে যাওয়া ওপেনার তামিমের বদলে আগে থেকেই ছিলেন ইমরুল কায়েস ও নাজমুল শান্ত।

Advertisement

তাই সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন সাকিবের শূন্যস্থান পূরণে কাকে ডাকবে বিসিবি। সাকিব আল হাসানের মতো একজনের অভাব পূরণ কখনোই সম্ভব নয়। তবু দলে তার যে রোল- টপ অর্ডার ব্যাটিং ও বাঁহাতি স্পিন বোলিং, সে ভূমিকার ব্যাকআপ খেলোয়াড় হিসেবে এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন মুমিনুল হক। কিন্তু কয়েক ম্যাচে সুযোগ পেয়েও আশা পূরণ করতে পারেননি মুমিনুল।

যার ফলে বিসিবিকে দ্বারস্থ হতে হলো নতুন মুখের দিকেই। যেহেতু টপ অর্ডার ব্যাটিংয়ের সাথে বোলিংটাও করতে হবে অর্থাৎ কাঁধে থাকবে গুরুদায়িত্ব, তাই এ পজিশনের কোনো তরুণ মুখ না নিয়ে অভিজ্ঞতার দিকেই ঝুঁকেছে বিসিবি। ডেকে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ৩০ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বিকে।

বেশ কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে তারকাখ্যাতি ছাড়াই নীরবে নিয়মিত পারফর্ম করছেন ফজলে রাব্বি। যে সুবাদে বাংলাদেশ 'এ' দলেও খেলছেন নিয়মিতই। 'এ' দলের সবশেষ দুই সিরিজে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল হাতে সাবলীল ছিলেন রাব্বি। দুই সিরিজের ৬ ওয়ানডেতে হাঁকিয়েছেন তিনটি ফিফটি, নিয়েছেন ৪টি উইকেট।

এছাড়া চলতি এনসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১৯৫ রানের ইনিংস খেলেছেন ফজলে রাব্বি। উইকেট টেকার হিসেবে পরিচিত না হলেও রান চাপিয়ে রাখার জন্য বেশ পরিচিত বাঁহাতি অর্থোডক্স স্পিনার ফজলে রাব্বি।

Advertisement

ত্রিশ বছর বয়সে বাংলাদেশের অনেক ক্রিকেটারই ভাবতে থাকেন অবসরের ব্যাপারে। সেখানে ৩১তম জন্মদিনের সামনে দাঁড়িয়ে ক্যারিয়ারের নতুন শুরু পেলেন ফজলে রাব্বি। তাও কি-না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। দায়িত্ব থাকবে বিশাল, সম্বল হিসেবে আছে ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়াটাই থাকবে তার লক্ষ্য।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে মাহমুদ রাব্বি

এসএএস/জেআইএম