অর্থনীতি

শ্রীলংকার সঙ্গে চলতি মেয়াদেই এফটিএ স্বাক্ষর : বাণিজ্যমন্ত্রী

শ্রীলংকার সঙ্গে বর্তমান মেয়াদেই এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) স্বাক্ষর করতে জোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Advertisement

তিনি বলেন, আশা করছি শুধু পণ্য নয় সেবা এবং বিনিয়োগের বিষয় অন্তর্ভুক্ত করে শ্রীলংকার সঙ্গে সমন্বিত এফটিএ স্বক্ষর সরকারের চলতি মেয়াদেই করতে পারব।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রীলংকার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মি. মালিক সামারিক্রমরার নেতৃত্বে সফররত ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, ইতোমধ্যে এফটিএর বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষার খসড়া শ্রীলংকার কাছে পাঠানো হয়েছে। সমীক্ষায় পণ্য, সেবা এবং বিনিয়োগ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত এফটিএ স্বাক্ষরের সুপারিশ করা হয়েছে।

Advertisement

শ্রীলংকার কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এটি আরও বিচার-বিশ্লেষণ করা হবে। আশা করা হচ্ছে সমীক্ষার প্রতিবেদনটি চলতি মাসের মধ্যে চূড়ান্ত হবে।

এমইউএইচ/এএইচ/পিআর