দেশজুড়ে

শার্শায় ৩৬ লাখ টাকার ভারতীয় জিরা আটক

যশোরের শার্শায় ৩৫ লাখ টাকা মূল্যের ছয় মেট্রিক টন ভারতীয় জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি। শুক্রবার দুপুরে উপজেলার উলশী এলাকা থেকে এসব জিরা আটক করা হয়।খুলনা ২৩ বিজিবির বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানিরা ভারতীয় জিরার একটি বড় চালান নিয়ে শার্শার উলাশী এলাকায় অবস্থান করছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। পরে ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি ট্রাক ভর্তি ৬০০ কেজি ভারতীয় জিরা আটক করে। তিনি আরো জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা জিরা ভর্তি ট্রাক ফেলে পালিয়ে যায়। আটক জিরা বেনাপোল কাস্টমস গুদামে জমা করা হয়েছে। আটককৃত জিরার মূল্য ৩৫ লাখ ৮২ হাজার টাকা বলেও জানান তিনি।জামাল হোসেন/এআরএ/পিআর

Advertisement