দেশজুড়ে

কারাগারে কয়েদির পোশাকে বিমর্ষ দণ্ডপ্রাপ্তরা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের রায়ের কপি আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার ভোরে দণ্ডপ্রাপ্তদের কয়েদি পোশাক পরানো হয়েছে। এ সময় তারা বিমর্ষ অবস্থায় ছিলেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

Advertisement

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ এর (ভারপ্রাপ্ত) সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের কপি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে বৃহস্পতিবার ভোরে তাদের কয়েদির পোশাক পরানো হয়। বন্দিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি। ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় আগেই কয়েদির পোশাকে ছিলেন।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৩ আসামি। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজন ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতজন। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের পৃথকভাবে কনডেম সেলে রাখা হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এই কারাগারে মোট ১৭ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ১৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং চারজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। তাদের বৃহস্পতিবার ভোরে কয়েদির পোশাক পরানো হয়। এ কারাগারে দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে।

Advertisement

আমিনুল ইসলাম/আরএআর/পিআর