কিউবার বিপ্লবী নেতা এবং সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে কিউবার কোটি কোটি ডলার পাওনা রয়েছে। লাতিন আমেরিকার এ দেশটির বিরুদ্ধে আমেরিকা কয়েক দশকব্যাপী অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষতিপূরণ বাবদ এ অর্থ পাওনা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার ৮৯তম জন্মদিন পালন করেন এ বিপ্লবী নেতা। একদিনে প্রকাশিত একটি নিবন্ধে এ দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির হাভানা সফরের আগেই এ নিবন্ধ প্রকাশিত হল। খবর প্রেস টিভি। নিবন্ধটিতে বলা হয়েছে, ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রেরকাছে এ অর্থ পাওনা রয়েছে। এর আগে জাতিসংঘে দেয়া নানা ভাষণে কিউবা এ বিষয়ে তথ্য এবং যুক্তি তুলে ধরেছে বলেও নিবন্ধে উল্লেখ করেন ক্যাস্ত্রো। উল্লেখ্য, ফিদেল ক্যাস্ত্রো ক্ষমতায় গ্রহণের পর ১৯৬১ সালে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র।পরে ১৯৬২ সালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা এবং তারা একে যুদ্ধ অপরাধ হিসেবেও অভিহিত করেছেন। এএইচ/পিআর
Advertisement