দেশজুড়ে

৬ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ভারতের মেঘালয় রাজ্যের তুড়া জেলখানায় বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরেছে ৬ বাংলাদেশি। বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর তাদেরকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।মুক্তিপ্রাপ্তরা হলো- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে আক্কাছ আলী (৪৫), ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে মোস্তাফা রেজা (৩২), একই উপজেলার নাচনমোহরী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলমাছ ফারুক (২০), শ্রীবরদী উপজেলার রাণীশিমুল গ্রামের আব্দুস সালামের ছেলে ভুট্ট্রো মিয়া (৪০), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শুকুর আলী (২৬) ও সিরাজগঞ্জ জেলার শলঙ্গা উপজেলার মালতি নগর গ্রামের আশ্রাব আলীর ছেলে আবুল হাসেম (২৯)।জানা যায়,  মুক্তিপ্রাপ্তরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর নিকট ধরা পড়ে। পরে ভারতীয় আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে মেঘালয় রাজ্যের তুড়া জেলখানায় তাদের সাজার মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার বাংলাদেশের বর্ডারগার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।এসময় বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন- ১৮৩ বিএসএফের আলফা কোম্পানীর কিল­াপাড়া ক্যাম্প ইন্সপেক্টার বি আর চৌধুরী। বর্ডারগার্ডের পক্ষে উপস্থিত ছিলেন- ২৭ বিজিবির আলফা কোম্পানীর হাতিপাগার ভিওপি কমান্ডার সার্জেন্ট আলমগীর হোসেন ও পুলিশের পক্ষে ছিলেন নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসেন, ইমিগ্রেশন ইনচার্জ এএসআই মোতালিব।পরে মুক্তিপ্রাপ্তদের স্বজনদের কাছে তাদের বুঝিয়ে দেয়া হয়।

Advertisement