আন্তর্জাতিক

ফ্লোরিডায় আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল

ফ্লোরিডায় আছড়ে পড়েছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল। ঘণ্টায় প্রায় ১৫৫ মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের কাছাকাছি শহরগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Advertisement

বিগত ৮০ বছরের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা তৃতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টিকে ক্যাটাগরি চার বলে উল্লেখ করা হয়েছে। উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। পানামা সিটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়টি এখন জর্জিয়া এবং আলাবামার দিকে অগ্রসর হচ্ছে। ১৮৯৮ সালের পর এটাই প্রথম ক্যাটাগরি তিন মাত্রার ঝূর্ণিঝড়। যদিও ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের শক্তি কমে যাচ্ছে তবুও ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।

ঘূর্ণিঝড় মাইকেলের প্রভাবে বুধবার বিকেলে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় এই ঝড়কে তিন মাত্রার ঘূর্ণিঝড় বলে উল্লেখ করা হয়েছে। ফ্লোরিডার পেনহ্যান্ডেল এলাকায় ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে।

Advertisement

ফ্লোরিডার কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগ জানিয়েছে, ফ্লোরিডা, আলাবামা এবং জর্জিয়ায় আরও পাঁচ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

টিটিএন/আরআইপি