দেশজুড়ে

চট্টগ্রামে বাস কাউন্টারে ছাত্রলীগের হামলা : চলাচল বন্ধ

চট্টগ্রামের চান্দগাঁও থানার সামনে এস আলম বাস কাউন্টারে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বাস ভাংচুর ও কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার পর থেকে চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-বান্দরবান ও চট্টগ্রাম-আনোয়ারা, বাঁশখালী সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।এস আলম বাস সার্ভিসের তত্ত্বাবধায়ক (কক্সবাজার লাইন) মোহাম্মদ ইউনুছ  জানান, ১০টার দিকে তিন ছাত্র টিকেটের জন্য আসে। তাদেরকে পেছনে সিট দেওয়া হলে তারা বাসের সামনের সিট দাবি করেন। সামনে সিটের টিকেট বিক্রি হয়ে গেছে জানানো হলে তারা নিজেদের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে সামনের সিট দিতেই হবে বলে দাবি করেন। এসময়  কাউন্টারের ম্যানেজার তাদেরকে পরের গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা ম্যানেজারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে তারা কাকে যেন ফোন করলে কিছুক্ষণ পরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা মঈন শাহরিয়ারের নেতৃত্বে একদল নেতাকর্মী এসে কাউন্টার ও বাস ভাংচুর করে। এসময় পাশেই পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোন ব্যবস্থা নেয় নি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ মুসা বলেন, মারধরের প্রতিবাদে কাউন্টার ম্যানেজাররা টিকেট বিক্রি বন্ধ রাখায় চট্টগ্রাম-কক্সবাজার, বান্দরবান, পটিয়া, আনোয়ারা ও বাঁশখালীর উদ্দেশ্যে বাস বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার মারধরের বিষয়টি অস্বীকার করেন। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল ইসলাম জানান, ছাত্রলীগের কয়েকজন ছেলের সঙ্গে বাস কাউন্টারের লোকজনের ভুল বুঝাবুঝি হয়েছিল।  পরে তা সমাধান করে দেওয়া হয়েছে।এএইচ/পিআর

Advertisement