সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবলারদের বৃহস্পতিবার সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টায় গণভবনে দক্ষিণ এশিয়া জয়ী মেয়েদের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন বঙ্গবন্ধু কন্যা।
Advertisement
রবিবার ভুটানের রাজধানী থিম্পুতে টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।
চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছিলেন। এবার তিনি মেয়েদের কাছে ডেকে তাদের সংবর্ধনা জানিয়ে উৎসাহিত করবেন। এর আগে গত বছর ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে চ্যাম্পিয়ন মেয়েদেরও সংবর্ধনা ও পুরস্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ ১৭-০ গোলে পাকিস্তানকে এবং ২-১ গোলে নেপালকে পরাজিত করে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল মৌসুমি, স্বপ্না, সানজিদারা।
Advertisement
আরআই/আইএইচএস/এমএস