রাজনীতি

রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কাল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির সিনয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

Advertisement

রিজভী বলেন, ১১ অক্টোবর (বৃহস্পতিবার) সারা দেশে থানা, জেলা ও মহানগরে স্থানীয় বিএনপি নেতারা সুবিধা মতো সময় বিক্ষোভ করবে, ১৩ অক্টোবর ছাত্রদল, ১৪ অক্টোবর যুবদল এবং ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, আগামী ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ ছাড়া ১৭ অক্টোবর মহিলা দল ও ১৮ অক্টোবর শ্রমিক দল মানববন্ধন কর্মসূচি পালন করবে।

এদিকে রায় ঘোষণার পর এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাৎক্ষণিক মিছিল করেছে।

Advertisement

১৪ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন মারা যান। সভানেত্রী শেখ হাসিনাসহ আহত হন কয়েকশ’ নেতাকর্মী।

পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক শাহেদ নূর উদ্দীন আজ বুধবার দুপুরে বহুল আলোচিত ওই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়।

কেএইচ/এনডিএস/পিআর

Advertisement