আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩০

ভারতে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার সকালে দিল্লিগামী এমএলডিটি এনডিএলএস এক্সপ্রেস লাইনচ্যুত হলে উত্তর প্রদেশের রায় বেরেলি জেলার হরচন্দপুরে এ ঘটনা ঘটে।

Advertisement

হতাহতের বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সতীশ কুমার জানান, এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ জন।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে পুলিশ সুপার সৌমিত্র যাদব। তার ধারণা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, জেলা প্রশাসনের লোকজনেরা ইতোমধ্যে ঘটনাস্থল পৌঁছেছে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় রেললাইনের একটি অংশ আগের জায়গা থেকে সরে গেছে। বর্তমানে লাইন মেরামত ও বগি ঠিক করার কাজ চলছে।

Advertisement

হ্দিুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে বগিগুলো উল্টে গেছে, তার নিচে বেশ কয়েকজন যাত্রীর আটকে পড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনায় আক্রান্ত যাত্রীদের সব ধরনের সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এসআর/পিআর

Advertisement