দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে আক্রান্ত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তবে নিউমোনিয়া তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে।
Advertisement
সম্প্রতি আবারও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। গেল রোববার রাতে ৯৫ বছর বয়সী দিলীপ কুমারকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অনেকটা গোপনেই তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে মঙ্গলবার (৯ অক্টোবর) এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘গত রাতে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিউমোনিয়ার চিকিৎসা চলছে। সবাই এই অভিনেতার জন্য দোয়া করুন।’
দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু গণমাধ্যমকে জানান, দিলীপ কুমারের শরীর ভালো নেই। চিকিৎসকরা তাকে মনোযোগ নিয়েই দেখাশোনা করছেন।
Advertisement
এর আগে গত বছরের শেষদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর কিডনি জটিলতার জন্যও তিনি চিকিৎসা নেন।
দিলীপ কুমার ১৯৯৪ সালে সম্মানসূচক দাদা সাহেব ফালকে এবং ১৯৯১ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ লাভ করেন।
এলএ/বিএ
Advertisement