স্বাস্থ্য

দেশের দ্বিতীয় নারী কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা

বাংলাদেশে কার্ডিয়াক সার্জারির সবক্ষেত্রে ব্যাপক সফলতা এসেছে। এই পেশায় নতুন নতুন ডাক্তারদের আগমণে ক্ষেত্রটির ক্রমাগত উন্নতি হচ্ছে। বাংলাদেশের দ্বিতীয় নারী কার্ডিয়াক সার্জন হিসেবে এই পেশায় যুক্ত হলেন ডা. সাবরিনা এ চৌধুরী। ডা. সাবরিনা এ চৌধুরী রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস শেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেজিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিওভাস্কুলার-এ এমএস সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালে এ কর্মরত আছেন।ডা. সাবরিনা এ চৌধুরী জাগো নিউজকে বলেন, কার্ডিয়াক সার্জারি মানুষের সেবা করার ব্যাপক একটি ক্ষেত্র। তাই মানুষের সেবা করার জন্য এর চেয়ে ভালো কোনো ক্ষেত্র হতে পারে না। কার্ডিয়াক সার্জারির পেশায় আসতে ইচ্ছুক অন্যান্য নারী ডাক্তারের আহ্বান জানান ডা. সাবরিনা এ চৌধুরী।উল্লেখ্য, হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, দেশে বর্তমানে দক্ষ ও প্রশিক্ষিত কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনের আনুমানিক মোট সংখ্যা মাত্র ৬শ’ জন। তন্মধ্যে কার্ডিয়াক সার্জনের সংখ্যা ২শ’জন। তবে গত তিন দশকে দেশে কার্ডিয়াক মেডিসিনের চিকিৎসাসেবা আন্তর্জাতিক সমমানের হলেও সেই তুলনায় কার্ডিয়াক সার্জারির চিকিৎসা সুবিধার বিস্তার ঘটেনি বলে মনে করেন তারা।এসকেডি/আরএস/এমএস

Advertisement