খেলাধুলা

বদলে যাচ্ছে অফসাইডের নিয়ম

নতুন মৌসুমে অফসাইডে নতুন নিয়ম আনতে যাচ্ছে ফিফা। তবে এই নিয়মে গোল করা আরো কষ্টসাধ্য হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন রেফারিরা।বিশ্ব ফুটবলে নতুন মৌসুম শুরু হয়েছে। তার আগেই অফসাইডের নিয়মে কিঞ্চিৎ পরিবর্তন করা হল। এতদিন নিয়ম ছিল, অফসাইডে দাঁড়িয়ে থাকা কোনো খেলোয়াড় বল ছুঁলে তবেই অফসাইড হতো। অর্থাৎ কোন খেলোয়াড় বলের দিকে এগিয়ে গিয়ে বা বল ধরার জন্য পা বাড়িয়ে বল না লাগালে তাহলে অফসাইড হতো না। কিন্তু, এবার ফিফা জানিয়ে দিয়েছে, অফসাইড পজিশনে দাঁড়িয়ে কোনো প্লেয়ার বলের দিকে এগোলে বা বল ধরার চেষ্টা করলেও রেফারি তার বাঁশি বাজাবেন।ফিফার এই নতুন নিয়মে রেফারি ও লাইন্সম্যানদের সমস্যা অনেকটাই লাঘব হবে। তবে বিশেষজ্ঞদের মতে নতুন নিয়মের ফলে গোলের সংখ্যা অনেকটাই কমে যাবে। ফিফা জানিয়েছে, চলতি থেকেই এই নিয়ম চালু হবে।আরটি/এসকেডি/পিআর

Advertisement