বঙ্গবন্ধুর ৪০তম শাহদাৎ বার্ষিকী স্মরণে বঙ্গবন্ধু ও অন্নদাশশঙ্কর স্মারক ও চোখ সাহিত্য পুরস্কার ১৪২২ পাচ্ছেন কবি কাসেদুজ্জামান সেলিম। আয়োজন করেছে কলকাতার চোখ পত্রিকা। ১৬ আগস্ট বিকেল সাড়ে ৫টায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।এছাড়াও ‘কবির চোখে জল’ (মানিক দে), ‘হৃদয়ে রক্তক্ষরণ’ (সংকলন) এর আনুষ্ঠানিক প্রকাশ এবং ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদারের গণসংবর্ধনাও থাকছে।আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সাহিত্যিক আবুল বাশার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হাবীবউল্লাহ, ছড়াকার অপূর্ব দত্ত, সাহিত্যিক রবিশংকর বল ও সাহিত্যিক পলাশ মাহবুবও পুরস্কার গ্রহণ করবেন।অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন কবি পঙ্কজ সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং অনুষ্ঠানটি উদ্বোধন করবেন চলচ্চিত্রকার গৌতম ঘোষ।আরএস/পিআর
Advertisement