বিনোদন

শুটিংয়ে ফিরলেন এটিএম শামসুজ্জামান

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। বার্ধক্যজনিত কারণে অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তাকে দেখা যায়নি কোনো অনুষ্ঠানেও। তবে বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

Advertisement

হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এ শুরু থেকেই যুক্ত ছিলেন এটিএম। নাটকটি এরইমধ্যে ৩০০ পর্বেরও বেশি প্রচার শেষ হয়েছে। বর্তমানে চলছে নতুন লটের শুটিং। সেখানে যোগ দিয়েছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।

নির্মাতা জানালেন, ‘দশদিন ধরেই পুবাইলে শুটিং করছি আমরা। এবারে সাড়ে তিনশত পর্বের মতো শুটিং সম্পন্ন করবো। ‘চাপাবাজ’ টিমের প্রায় সবাই রয়েছেন এখানে। গেল রোববার থেকে যোগ দিয়েছেন এটিএম শামসুজ্জামান। তিনি অসুস্থ ছিলেন। আমরা অনেকদিন তাকে মিস করেছি। আবারও টিমে তাকে পেয়ে ভালো লাগছে। গুণী মানুষ। তার সঙ্গে কাজ করতে পারার মজাটাই আলাদা।’

তিনি আরও বলেন, ‘নাটকটিতে এটিএম শামসুজ্জামান মির্জা বাড়ির প্রধান হিসেবে অভিনয় করেছেন। তিনি খুব উপভোগ করছেন নাটকের চরিত্রটি।’

Advertisement

হাসান জাহাঙ্গীর জানান, এ নাটকের গল্প হাস্যরসাত্মক হলেও এতে সমাজের বিভিন্ন রকম মানুষের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যারা প্রতিনিয়ত ভাল মানুষের মুখোশ পরে থাকলেও আসলে তাদের বেশিরভাগই মন্দ চরিত্রের।

এটিএম শামসুজ্জামান ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ড. ইনামুল হক, ফারুক আহমেদ, সাব্বির আহমেদ সোহেল খান, হাসান জাহাঙ্গীর, কামরুল বাশার, এ্যানি খান, শামীমা তুষ্টি, ঈশানা, নিথর মাহবুব, বিল্লু, হারুন কিসিঞ্জার, জনি চ্যাপলিন, বাহার, শরিফ, কবির, শাহিন, অনন্যা অনু, আইভি, হুমায়রা হিমু প্রমুখ।

নাটকটি বৈশাখী টিভিতে প্রতি শনি থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয়। রাত ১১টা ৩০মিনিটে পুন:প্রচার হয়।

এলএ/পিআর

Advertisement