আন্তর্জাতিক

ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৭৬ কিলোমিটার পূর্বে একটি গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Advertisement

দুর্ঘটনার পর প্রায় ১০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। ওই এলাকা দিয়ে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের কাছাকাছি ২০ কিলোমিটার এলাকার সব রাস্তা-ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এটা দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ভোর ৪টা ২২ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাস্তাঘাট, রেল, বিমানসহ সব ধরনের পরিষেবা বন্ধ করে দেওযা হয়েছে। ইউক্রেনের কিয়েভ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ঘটনার পেছনে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের হাত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এর আগে ২০১৪ সালে একই ধরণের বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

Advertisement

গত বছর ভিন্নিতসিয়া এলাকায় একটি সেনা ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকা কিয়েভ থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সে সময় কর্তৃপক্ষ ২৪ হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়।

টিটিএন/জেআইএম