আন্তর্জাতিক

রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো

রাতের আকাশে হঠাৎই আলোর খেলা। সঙ্গে শব্দও। এমন রহস্যময় আলো-শব্দে স্বাভাবিক ভাবেই চমকে যান সাধারণ মানুষ। গুঞ্জন ছড়াতে থাকে, ওটা আসলে ভিনগ্রহের মহাকাশযান। কিন্তু পরে সামনে আসে আসল ঘটনা।

Advertisement

ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাতের আকাশে ওই আলোর ঘটনা ক্যালিফোর্নিয়ার। রোববার রাতে আচমকাই ওই রকম আলো দেখা যায়। রাতের আকাশে কোনও রকমের রহস্যময় আলো বা বস্তু দেখতে পেলেই একদল বরাবরই সেটাকে ভিনগ্রহীদের পৃথিবীতে আসার প্রমাণ হিসেবে দাবি করে এসেছেন।

তবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনও সঠিক প্রমাণ মেলেনি। কিন্তু রোববারের ওই ঘটনার সঙ্গে যে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর কোনও রকমের সম্পর্ক নেই, তা অচিরেই পরিষ্কার হয়ে গেছে।

ঠিক কী হয়েছিল সেদিন? ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে উৎক্ষিপ্ত হয়েছিল স্পেস এক্স ফ্যালকন ৯ নামের একটি রকেট। উৎক্ষেপণও সফলভাবে হয়। রকেটটি আকাশে উঠে যাওয়ার পরে তার একটি অংশ খসে পড়ে। তখনই শব্দ ও আলোর সৃষ্টি হয়। লোকজন সেটাকেই ভুল করে ধরে নেয় অন্য গ্রহের যান হিসেবে।

Advertisement

Woah just saw a ufo in Malibu!!!! @itvnews @BBCBreaking it’s was @SpaceX pic.twitter.com/d3N6j6FBtF

— Bex Pashley (@Jasminebex) October 8, 2018

টিটিএন/জেআইএম