খেলাধুলা

সেরা তিনে নেইমার না থাকায় অখুশি এনরিকে

উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখার সমালোচনা করেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। তার মতে সেরা তিনে রোনালদোর পরিবর্তে নেইমারের থাকা উচিত ছিল। ব্রাজিলিয়ান তারকা না থাকায় হতাশ বার্সেলোনা কোচ। উয়েফার সেরা তিনে বার্সেলোনার দুইজন খেলোয়াড় থাকলেও কোচ লুইস এনরিকে খুশি নন। বরং ‘এমএসএন’-এর তিনজনকেই দেখতে চান তিনি। সেরা তিনে নেইমার না থাকায় মনের ক্ষোভ ঝেড়ে বলেন, ‘কে বললো, নেইমার উয়েফার পুরস্কারের জন্য মনোনীত নয়? আমার মনে হয় মেসি ও সুয়ারেজের সঙ্গে নেইমারের থাকা দরকার ছিল। এছাড়া গত মৌসুমের পারফর্মেন্সের ভিত্তিতে আর কেউ সেরা তিনে থাকতে পারে না।’ নির্বাচিত সাংবাদিকদের ভোটের বিবেচনায় গত মৌসুমের সেরা খেলোয়াড় পুরস্কারের জন্য সেরা দশ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে উয়েফা। তালিকার শীর্ষ তিনে আছেন বার্সেলোনার দুইজন লিওলেন মেসি ও লুইস সুয়ারেজ এবং রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। চতুর্থ স্থানে আছেন জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তারপরেই আছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। আগামী ২৭ আগস্ট ২০১৫-১৬ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র’র অনুষ্ঠানে পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে। আরটি/ এসকেডি/এমএস

Advertisement