জার্মানির বিরুদ্ধে কী খেলতে পারবেন থিয়াগো সিলভা ? স্বাভাবিক নিয়মে সেমিফাইনাল খেলার কথা নয় ব্রাজিল অধিনায়কের। দুই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ব্রাজিল অধিনায়ক। তবুও জার্মানির বিপক্ষে এই ডিফেন্ডারকে যাতে খেলার অনুমতি দেওয়া তার জন্য বিশেষ আবেদন জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।চোটের কারণে নেইমার নেই। দুই ম্যাচে হলুদ কার্ড দেখে দলের অধিনায়ক থিয়াগো সিলভাকেও বসে থাকতে হবে সেমিফাইনালে। বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আক্রমণ ও রক্ষণভাগের দুই বড় ভরসাকে হারিয়ে ব্রাজিল এই মুহূর্তে হতবিহ্বল। রিজার্ভ বেঞ্চে পর্যাপ্ত খেলোয়াড় থাকলেও নেইমার-সিলভার অভাব অপূরণীয়। অন্য কোনো ম্যাচ হলে হয়তো রিজার্ভ বেঞ্চের ফুটবলার দিয়েই চালিয়ে দেওয়া যেত, কিন্তু সেমিফাইনাল আর প্রতিপক্ষটা জার্মানি বলেই নেইমার-সিলভাকে বড্ড বেশি মিস করছে স্কোলারির দল ৷চোটের কারণে নেইমারকে পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। কিন্তু সিলভাকে তো ফিরে পাওয়া যায়! এই চিন্তা থেকেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে আবেদন করেছে, দলের অধিনায়ককে ফিরে পেতে। ফিফা জানিয়েছে, সিবিএফের আবেদন তারা খতিয়ে দেখছে।
Advertisement