জাতীয়

পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করতে হবে

পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করতে হবে

সদ্য প্রণীত সড়ক পরিবহন আইনের বিরুদ্ধে চলমান পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপ-কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, তিন বছর আমরা সময় নিয়েছি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইনটি আমরা পাস করেছি। এখন আবার ধর্মঘট! স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা বসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি এটা সদ্য প্রণীত একটি আইন; যদি বিধি প্রণয়ন করা যায়, বিধি প্রণয়ন করে তাদের জন্য কোনো সুযোগ সৃষ্টি করা যায়; তাহলে আমরা করবো।

মন্ত্রী বলেন, আমরা তো শ্রমিকবান্ধব সরকার। আমরা তো সাধারণ মানুষের পেটে লাথি মারার সরকার না। তাদের সুবিধা ও অসুবিধাগুলো আমরা সময়মতো দেখব। তবে তাদের ধর্মঘটটা এখন প্রত্যাহার করতে হবে। ধর্মঘট প্রত্যাহার করুক, তারপর আইনে তাদের জন্য কোনো বিধিবিধান করা যায় কী-না দেখবো। আইনমন্ত্রী আছেন তার সঙ্গে আলাপ-আলোচনা করে দেখবো।

Advertisement

এইউএ/জেএইচ/পিআর