অর্থনীতি

ব্যাংক-বীমায় ভর করে শেয়ারবাজারে বড় উত্থান

ব্যাংক ও বীমা খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেইসঙ্গে সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে।

Advertisement

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১১২টি। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে। সে হিসাবে বাজারটিতে লেনদেন হওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

তবে বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখিয়েছে ব্যাংক ও বীমা খাতের প্রতিষ্ঠানগুলো। লেনদেনে অংশ নেয়া ব্যাংক খাতের ২০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩টির। আর বীমা খাতের ৩৩টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টির।

দাম বাড়ার ক্ষেত্রে ব্যাংক ও বীমা খাতের এমন দাপটে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

Advertisement

মূল্যসূচকের বড় উত্থাপনের পাশাপাশি ডিএসইর বাজার মূলধনও বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৫৭০ কোটি টাকা, যা আগের কার্যদিবস শেষে ছিল ৩ লাখ ৮৯ হাজার ৭১৫ কোটি টাকা। অর্থাৎ বাজারটির বাজার মূলধন বেড়েছে ৮৫৫ কোটি টাকা।

মূল্যসূচক ও বাজার মূলধন বাড়লেও বাজারটিতে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪৩ কোটি ৩৮ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে কেপিসিএল’র শেয়ার। কোম্পানিটির ৭৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ড্রাগন সোয়েটারের ৪৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।

লেনদেনে এরপর রয়েছে- অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ ফাইন, সিঙ্গার বিডি, বিবিএস কেবলস, ইফাদ অটোস, কনফিডেন্সড সিমেন্ট এবং নূরানী ডাইং।

Advertisement

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯২টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এমএএস/জেডএ/আরআইপি