কর্মরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Advertisement
সোমবার বেলো ১১টায় ডিএমপি সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে আহত পুলিশ সদস্যদের হাতে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
এ সময় তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ভার আমাদের। কর্তব্যকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসা আমরা করিয়ে থাকি। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
ডিএমপি কমিশনার আরও বলেন, শুধু পুলিশ সদস্যদের বিপদে নয়, তাদের পরিবারের বিপদেও আমরা সবসময় পাশে আছি, থাকবো। পুলিশ সদস্যদের সেবায় ইতোমধ্যে আমরা নানা ধরনের কল্যাণমুখী কার্যক্রম হাতে নিয়েছি।
Advertisement
উল্লেখ্য, ডিএমপির কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৫৬তম সভায় আহত ৮৬ জন পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য মোট ২৩ লক্ষ ১৩ হাজার ৬৮০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার।
জেইউ/এমবিআর/জেআইএম