নিজেদের আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে আমরা জনগণের ঐক্য প্রচেষ্টার কাজে নিয়োজিত। আমি বিশ্বাস করি, আমাদের এই আন্দোলন অবশ্যই সফল হবে। অলরেডি অনেকটা সফল, সেটা আপনারা লক্ষ্য করছেন।’
Advertisement
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ‘ভোটের অধিকারের দাবিতে’ ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গণফোরামের সভাপতি বলেন, ‘১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এটাই প্রতিষ্ঠা করতে হবে যে, এই দেশটা আমাদের সবারই, কোনো ব্যক্তির না, কোনো দলের না, কোনো পরিবারের না, এটা আমাদের সকলের। আমরা যদি সকলে মিলে এ দাবিটা রাখি, অতীতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রত্যেকবারেই সফল হয়েছে, এবারও ইনশাআল্লাহ অব্যশই সফল হবে।’
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন আরও বলেন, ‘আজকে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা হলো আমাদের লক্ষ্য। আপনাদের উপস্থিতি প্রমাণ করছে যে, আপনারা হাড়ে হাড়ে উপলব্ধি করছেন এই দাবির গুরুত্বটা। এ দেশের মানুষ হলো ১৬ কোটি। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু না হয়, ইলেকশন যদি না হয়, তাহলে জনগণ তাদের মালিকানা থেকে বঞ্চিত হয়। এই উপলব্ধি থেকে কিন্তু আজকে আমাদের ডাকে অসাধারণ সাড়া পড়েছে।’
Advertisement
‘আপনারা নিজেরাই লক্ষ্য করছেন দেশ যদি জনগণের মালিকানা না থাকে তখন পাইকারিভাবে লুটপাট হয়, জনগণের সম্পত্তি পাচার হয়, যেটা হয়ে আসছে। পত্রপত্রিকায় দেখছেন যে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হচ্ছে। এগুলো যায় কোথায়, বিদেশে যায়। দেশে বিনিয়োগ হচ্ছে না, নতুন কল-কারখানা হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। অর্থাৎ স্বাধীনতার যে প্রতিশ্রুতি সেটা পালন হচ্ছে না। আজকে কিন্তু জনগণ এটা ভালোভাবে বুঝতে আরম্ভ করেছে। সেটা আমরা দেখছি, আমরা যেখানে যাই অসাধারণ একটা সাড়া পাই,’- বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, ‘আজকে আপনাদের উপস্থিতি আমাদের এই আশ্বাসটা দিচ্ছে যে, আমাদের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনবে। যে কারণে আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি করছি। আমরা মনে করি, কোনো পরিবর্তন আসতে হলে বৈধভাবে আসতে হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে আমরা জনগণের ঐক্য প্রচেষ্টার কাজে নিয়োজিত।’
তিনি আরও বলেন, ‘জনগণের দাবি আদায় করতে হলে ঐক্যবদ্ধভাবে সেটা আদায় করা যায়। আমরা কতগুলো ব্যাপারে সেটা পরীক্ষা করে দেখেছি। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয়দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলন সব কয়টাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যেটা অসম্ভব মনে করা হতো সেটা সম্ভবপর হতো। ইনশাআল্লাহ এবারও জনগণের মালিকানা এদেশে প্রতিষ্ঠা অসম্ভব কিছু না। এটা আমাদের সংবিধানের প্রথম লেখা আছে, এই দেশের জনগণ ক্ষমতার মালিক। মালিকের ভূমিকায় আপনারা কি আছেন? সবাই আজকে অসহায়, সেই আপনার মালিকানা ভোগ করতে হলে মালিকের ভূমিকা অবশ্যই রাখতে হবে, সেই ভূমিকা রাখার জন্য কিন্তু আজকে আমাদের এই আবেদন।’
মানববন্ধনে গণফোরামের মহাসচিব মোস্তফা মনোয়ার মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনুসর আহম্মেদ, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ বক্তৃতা করেন।
Advertisement
কেএইচ/জেডএ/জেআইএম