অর্থনীতি

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

Advertisement

রোববার আসামিপক্ষের আইনজীবীদের মামলার বাদী ও সাক্ষীর জেরা গ্রহণের পর সাক্ষ্যগ্রহণের এ দিন ধার্য করেন করেন শেয়ারবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী এ মামলায় সাক্ষ্য দেবেন।

১৯৯৬ সালে প্রতারণার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে মামলা দায়ের করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মামলার আসামিরা হলেন- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাই। এরমধ্যে মোহাম্মদ ভাই চলতি বছরের ৯ জানুয়ারি মারা গেছেন।

Advertisement

১৯৯৯ সালে দায়ের করা মামলাটি ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত উচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল। স্থগিত থাকা অবস্থায় মামলাটি ২০১৫ সালে শেয়ারবাজার বিষয়ক ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

এরপর গত বছরের ৩০ নভেম্বর উচ্চ আদালতের বিচারক এম এনায়েতুর রহিম ও শহিদুল করিমের দ্বৈত বেঞ্চ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার কেলেঙ্কারি মামলাটির স্থগিতাদেশ বাতিল করে আদেশ দেন। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের কপি চলতি বছরের ২৪ জুলাই ট্রাইব্যুনালে দাখিলের মাধ্যমে মামলাটি আবার চালু হয়।

বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি চালু হওয়ার পর আদালতের নির্দেশে গত ২৯ আগস্ট মামলাটির অভিযোগ (চার্জ) গঠন করা হয়। তবে ওইদিন ট্রাইব্যুনালে হাজির না হওয়ার কারণে মামলার আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ইস্যু করে।

এ পরিস্থিতিতেই বিশেষ ট্রাইব্যুনালে মামলার বাদী ও সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। রোবাবর এ জেরা সম্পন্ন হয়। এ দিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা খান। আর আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের আইনজীবী হিসেবে ছিলেন বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল।

Advertisement

এ দিন মামলাটির বাদী ও সাক্ষী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খানকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। এর আগে ১৮ ও ২৩ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্য দেন এম এ রশীদ খান।

এমএএস/বিএ/আরআইপি