ধর্ম

২ লাখ ৮২ হাজার ওমরাহ ভিসা ইস্যু করেছে সৌদি

বাংলাদেশে ওমরাহ ভিসা চালু না হলেও এ বছর হজ সম্পাদনের পর (১৪৪০ হিজরি নতুন বছরে) গত ২৫ দিনে সৌদি আরব হজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত ২ লাখ ৮২ হাজার ১২৪ জনকে ওমরাহ ভিসা প্রদান করেছে। খবর আরব নিউজ।

Advertisement

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বছর (১৪৪০ হিজরি বছরে) জারি করা উমরাহ ভিসার সংখ্যা হচ্ছে ২ লাখ ৮২ হাজার ১২৪। ইতিমধ্যে ৯৬ হাজার ৩৮জন ওমরাহ পালনে সৌদি আরব পৌছেছেন।

বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন ৮৭ হাজার ২২৩ ওমরাহ পালনকারী। যাদের মধ্যে ৬৫ হাজার ৯৬৭জন মক্কায় এবং ২১ হাজার ২৬৫জন মদিনায় অবস্থান করছেন।

এসব ওমরাহ পালনকারীদের মধ্যে ৮৯ হাজার ৯৯০ জন আকাশ পথে এবং বাকি ওমরাহ পালনকারীরা সড়ক ও নদী পথে সৌদি পৌঁছেছেন।

Advertisement

আরও পড়ুন > কাবা শরিফে বসানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা

নতুন বছরে (১৪৪০ হিজরি) এখন পর্যন্ত সবচেয়ে বেশি উমরাহ পালনকারী এসেছে পাকিস্তান থেকে। তাদের সংখ্যা ৪৬ হাজার ২০২জন, অতঃপর ভারত থেকে ২৫ হাজার ৫৮০, ইন্দোনেশিয়া থেকে ৫ হাজার ৮৫৩, শ্রীলঙ্কা থেকে ২ হাজার ৬৬৩ এবং জর্ডান থেকে ২ হাজার ৫৮৫জন।

সৌদি আরব কর্তৃপক্ষ ভিষন ২০৩০ পরিকল্পনা বাস্তবায়নে এ বছর (১৪৪০ হিজরি বছরে) ৩০ মিলিয়নের (৩ কোটি) বেশি লোককে ওমরাহ ভিসা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যেখানে দেশটি গত বছর মোট ১ কোটি ৯০ লাখ ৭৯ হাজার ৩০৬ জনকে ওমরা ভিসা প্রদান করেছে।

এমএমএস/জেআইএম

Advertisement