রাজনীতি

চিকিৎসক নিয়ে খালেদা অসন্তুষ্ট হলে হাইকোর্টে যাব : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক নিয়ে খালেদা জিয়া সন্তুষ্ট না হলে আমরা আবারও হাইকোর্টে যাব।’

Advertisement

রোববার বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা রয়েছে- খালেদা জিয়া ইচ্ছা করলে তার পছন্দ অনুযায়ী ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারবেন। আর আদালতের নির্দেশনা আছে, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কোনো সদস্য রাখা যাবে না।’

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে, এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিফলিত হচ্ছে না। সুতরাং এখন আমরা দেখব যে, এই ডাক্তার নিয়ে ম্যাডাম সন্তুষ্ট হন কি-না। যদি না হন, তাহলে আমরা এ ব্যাপারে আবারও হাইকোর্টে যাব।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমরা আব্দুল্লাহ আল হারুনের সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি এবং হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা মেনে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বলেছি। যে অবস্থায় উনাকে রাখা হয়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডে ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট রাখার জন্য হাসপাতালের পরিচালককে আহ্বান জানিয়েছি। খালেদা জিয়ার পরিচর্যার দায়িত্বে থাকা ফাতেমার বিষয়টি স্পষ্ট করেছি। ফাতেমা গত ৮ মাস ধরে খালেদা জিয়ার সঙ্গে আছেন। তাকে রাখার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে। সে বিষয়টিও আমরা জানিয়েছি।’

খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা খালেদার সঙ্গে দেখা করিনি। হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তার চিকিৎসার বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’

এ সময় তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

Advertisement

এফএইচ/বিএ/পিআর