চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় খায়রুল ইসলাম (৩৮) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৩১ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
Advertisement
রোববার সকাল ৯টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক খায়রুল ওই গ্রামের মাঝহারুল ইসলামের ছেলে ও পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।
বিজিবি সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদি বিজিবি ক্যাম্পের হাবিলদার বিরেনের নেতৃত্বে একদল বিজিবি ইউপি সদস্য পারকৃষ্ণপুর গ্রামের খায়রুলের বাড়ির সামনে থেকে মোটরসাইকেলসহ খায়রুল ইসলামকে আটক করে। পরে তার মোটরসাইকেলটি তল্লাশি করে ৩১ কেজি ২৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার খায়রুল ইসলাম জানান, আটককৃত খায়রুল ইসলাম চিহ্নিত মাদক ও স্বর্ণ-রৌপ্য ব্যবসায়ী।
Advertisement
সালাউদ্দীন কাজল/আরএ/পিআর