বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমনি। এ পর্যন্ত প্রায় দেড় ডজন ছবি মুক্তি পেয়েছে এ নায়িকার। সিনেমায় আসার আগে থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িয়েছেন ছিলেন তিনি। নায়িকা হিসেবে পথ চলার সময়ও সমাজসেবা মূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

Advertisement

এরই ধারাবাহিকতায় এবার তাকে দেখা গেল 'ময়ূরপক্ষী' নামক এক সেবামূলক প্রতিষ্ঠানে। রাজধানীর মিরপুর-৬ নম্বরে প্রতিষ্ঠানের অফিসে প্রতিষ্ঠানটির আমন্ত্রণেই শনিবার বেলা ১১টার দিকে সেখানে গিয়েছিলেন পরীমনি। অনেকক্ষণ তাদের সঙ্গে সময় কাটিয়ে এলেন পরী। সুবিধাবঞ্চিত ক্ষুদে শিশুদের কবিতা আবৃত্তি, গান মুগ্ধ করেছে পরীমনি।

পরীমনি তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র উপহার দিয়েছেন সেই স্কুলে। সেই সঙ্গে শিশুদের হাতেও বইও তুলে দিয়েছেন।

বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন,‘শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। আজকে তাদের সঙ্গে কাটানো সময়গুলো ছিল অন্যরকম। এমনিতে আমি আগে থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছি। ময়ূরপক্ষীতে যাওয়া তারই অংশ।’

Advertisement

উল্লেখ্য, 'ময়ূরপক্ষী' একটি সেবামূলক প্রতিষ্ঠান। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে।

এমএবি/জেআইএম