কক্সবাজারে টেকনাফে আরো ৭৪ হাজার ইয়াবাসহ জব্দ করা হয়েছে। বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে। এসময় এক যুবককে আটক করা হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য সোয়া দুই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।বিজিবি ৪২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন পথে ইয়াবা আসছে জানতে পেরে টেকনাফ বিওপি চৌকির নায়েব সুবেদার আবুল কালামের নেতৃত্বে জওয়ানরা নাফ নদীর নতুন ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালায়।এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধারপূর্বক গণনা করে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ২০ লাখ টাকা। উদ্ধার ইয়াবা বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, একইদিন রাত ৮টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলীর নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার কুলালপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার আবু বক্করের ছেলে নূরুল আলমকে (২৩) আটক করে। ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।অপরদিকে, সকালে অপর এক অভিযানে বিজিবি আরো ২০ হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করে।সায়ীদ আলমগীর/বিএ
Advertisement