১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলস ওয়ার্দির জন্ম।১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণির দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে পরিচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়। সেই থেকে আজকের দিনে দেশটি স্বাধীনতা দিবস পালন করে।১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী পদার্থবিদ ফ্রেডেরিক জুলিও কুরির মৃত্যু।এইচআর/বিএ
Advertisement