স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনে পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।১৪ আগস্ট সকাল ৯টায় সংশ্লিষ্ট উপ-কমিটির বাস্তবায়নে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে ক বিভাগে ১ম থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় খ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি এবং গ বিভাগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সহস্তে লেখা রচনা প্রতিযোগিতা, সাড়ে ১০টায় ক বিভাগের প্রতিযোগিদের ছড়া পাঠ, খ ও গ বিভাগের কবিতা আবৃত্তি এবং সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর নির্ধারিত বক্তৃতা অনুষ্ঠিত হবে।১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ভবন মালিকগনের বাস্তবায়নে সরকারি-বেসরকারি অফিসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১০টায় বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১০টা ১৫ মিনিটে সংশ্লিষ্ট উপকমিটির বাস্তবায়নে বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর থেকে শোক র্যালি বের করা হবে।সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তাদের আয়োজনে আলোচনা সভা, সেরা প্রতিযোগিদের নৈপূণ্য প্রদর্শন ও পুরস্কার বিতরণী, দিনের সুবিধাজনক সময়ে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠান কতৃপক্ষের উদ্যোগে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা তথ্য অফিসারের আয়োজনে শহরের শহীদ স্মৃতি চত্বর রেলগেট এলাকাসহ অন্যান্য চারটি উপজেলায় বঙ্গবন্ধুর উপর তথ্য চিত্র প্রদর্শন করা হবে।রুবেলুর রহমান/বিএ
Advertisement