দেশজুড়ে

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখরের পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলীকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

Advertisement

শনিবার বেলা ১১টার দিকে গ্রেফতার সাজ্জাদ আলীকে র‌্যাব-৫ সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজিরা করা হয়। এর আগে শুক্রবার রাতে জেলার দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, ২ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। গ্রেফতার সাজ্জাদ আলী ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম জানান, সাজ্জাদ আলী নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখরসহ সেখানকার শীর্ষ কর্মকর্তাদের পরিচয়ে বিভিন্ন এলাকার এমপি ও সরকারি বিভিন্ন দফতরে প্রতারণা করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, ২ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছেন সাজ্জাদ আলী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস