বলিউডের আবেদনময়ী তারকা তনুশ্রী দত্ত ও প্রবীন অভিনেতা নানা পাটেকর এর অভিযোগ পাল্টা অভিযোগের দ্বন্ধে নতুন পক্ষ যোগ হলো। ‘মি টু’ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আলোচিত এই অভিনেত্রী মুখ খুলেছেন নানা পাটেকরের বিরুদ্ধে, এনেছেন যৌন হেনস্তার অভিযোগ।
Advertisement
আর সেই অভিযোগ জানাতে গিয়ে তনুশ্রী বলেছিলেন ২০০৮ সালে এই ঘটনার পর অভিযোগ করতে চাইলেও মহারাষ্ট্র নবনির্মান পার্টির কর্মীদের কারনে তখন ভয়ে কোন অভিযোগ করেননি। নানা পাটেকর ঐ পার্টির রাজনীতি করেন বলেই ভয় পেয়েছিলেন তিনি।
সম্প্রতি তনুশ্রী নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। আর এতে বেজায় ক্ষেপেছেন পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ। এমন অভিযোগ মিথ্যা দাবী করে ৫০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন এই অভিনেত্রীর বিরুদ্ধে। জানিয়েছেন অভিযোগ প্রমাণ করতে না পারলে ক্ষমাও চাইতে হবে তাকে।
এদিকে তননুশ্রীর পক্ষে দাড়িয়েছেন ভারতের ন্যাশনাল কমিউনিটি ফর উইমেন কর্তৃপক্ষ। তারাও তনুশ্রীর হয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন নানাকে।
Advertisement
আরএএইচ/এমএবি/এমএস