জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৩১ অক্টোবর। এদিন দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
Advertisement
শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রচলিত রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাপনার পরিবর্তে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্র ব্যবস্থাপনার প্রবর্তন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ, সংসদ, সরকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, ন্যায়বিচার, মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার আদায়ের আন্দোলনকে তীব্রতর করে তোলার আহ্বান জানান।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক তানিয়া রবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এম এ গোফরান, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ওয়ালী আহমেদ পাটোয়ারী, অ্যাডডভোকেট কে এম জাবের, এস এম আনছার উদ্দিন, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডবোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, অ্যাডভোকেট কাওছার নিয়াজী, ফিরোজ আলম মিলন, এস এম রানা চৌধুরী, এস এম সামছুল আলম নিক্সন, মোশাররফ হোসেন, গাজী নজরুল ইসলাম, হাজী আখতার হোসেন ভূঁইয়া, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।
এইউএ/জেডএ/পিআর
Advertisement