সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইনের বিরুদ্ধে একাদশে পরিবর্তনের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে অধিনায়কসহ একাদশে ৪ পরিবর্তন এনে।
Advertisement
রক্ষণভাগে পরিবর্তন দুটি। ওয়ালি ফয়সালের পরিবর্তে একাদশে রাখা হয়েছে রহমত মিয়াকে। বিশ্বনাথের পরিবর্তে খেলবেন সুশান্ত ত্রিপুরা।
ফরোয়ার্ড লাইনে মাহবুবুর রহমান সুফিলের পরিবর্তে কোচ জেমি ডে একাদশে রেখেছেন তৌহিদুল আলম সবুজকে। তপু বর্মন অধিনায়ক।
বাংলাদেশ-ফিলিপাইন দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে একটি করে ম্যাচ জিতে। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে গ্রুপসেরা হওয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে জিততেই হবে। ড্র করলেও চলবে ফিলিপাইনের।
Advertisement
বাংলাদেশ একাদশআশরাফুল ইসলাম রানা, তপু বর্মন (অধিনায়ক), টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, সুশান্ত ত্রিপুরা, ইমন মাহমুদ বাবু, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, রবিউল হাসান ও নাবীব নেওয়াজ জীবন।
আরআই/এমএমআর/পিআর