রাজকোট টেস্টের যে পিচে ভারতীয় ব্যাটসম্যানরা রানের ফুলঝুরি ছোটালেন, সেই পিচেই রীতিমত ধুঁকছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৯ উইকেটে ৬৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে ৭৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।
Advertisement
ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ৯৪ রান নিয়ে। সপ্তম উইকেটে কেমো পল আর রস্টন চেজ ২০ রানে অবিচ্ছিন্ন আছেন। পলের রান ১৩ আর চেজের ২৭।
অভিষিক্ত পৃথ্বি শ'র সেঞ্চুরিতে আগের দিনই ৪ উইকেটে ৩৬৪ রান তুলে ফেলেছিল ভারত। দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তোলা কোহলি আউট হন ১৩৯ রানে। জাদেজা ১০০ রানে অপরাজিতই ছিলেন।
সেঞ্চুরি অবশ্য পেতে পারতেন ঋশভ পান্তও। মারকুটে ব্যাটিংয়ে তিন অংকের ম্যাজিক ফিগারের খুব কাছে চলে গিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শেষপর্যন্ত ৮৪ বলে ৯২ রানে সাজঘরে ফিরতে হয় তাকে।
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন দেবেন্দ্র বিশু। ২১৭ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। ২টি উইকেট নেন অভিষিক্ত শেরমেন লুইস।
এমএমআর/পিআর