খেলাধুলা

কাউকেই ভয় পায় না বাংলাদেশ

শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। তাই সেমিফাইনালে যে দলই আসুক ভয় পাচ্ছে না তারা। নিজেদের সেরাটা দিতে পারলে সব বাধাই অতিক্রম করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের অধিনায়ক শাওন হোসেন। শুক্রবার নেপাল এবং আফগানিস্তানের মধ্যে খেলা হবার পর জানা যাবে কে হচ্ছে বাংলাদেশ দলের প্রতিপক্ষ। বাংলাদেশ দল কাউকেই ভয় পায় না জানিয়ে খেলা শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক শাওন হোসেন বলেন, ‘আমরা যেহেতু চ্যাম্পিয়ন হতে চাই। তাই কোনো দলকে ভয় পেলে হবে না। যেই আসুক আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।’স্বাভাবিক খেলতে পারায় দলের জয় হয়েছে বলে জানান শাওন। তিনি বলেন, ‘আগেই বলেছি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভারতকে হারাতে পারবো। তাই হয়েছে। জানা ছিল খেলাটি ফিফটি-ফিফটি হবে। সুযোগ যারা কাজে লাগাতে পারবে তারা জিতবে। আমরা সুযোগ কাজে লাগাতে পেরেছি।’তবে ভারতের বিপক্ষে অনেকগুলো সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ছেলেরা। এই প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘গোলের সুযোগ তৈরি হয়েছে বলেই মিসও হয়েছে। বড় দলগুলোর বেলায়ও এরকম মিস হয়।’ সেমিফাইনালেও জয়ের ধারা বজায় থাকবে বলে জানান এই তরুণ। জয়ই একমাত্র লক্ষ্য বাংলাদেশ দলের। সেমিফাইনাল দুটি ১৬ এবং ১৭ আগস্ট সিলেটের একই ভেন্যুতে  অনুষ্ঠিত হবে। আরটি/একে/পিআর

Advertisement