আন্তর্জাতিক

আইএসবিরোধী বিমান হামলায় অংশ নিচ্ছে কানাডা

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী বিমান হামলায় অংশ নিতে যাচ্ছেন কানাডিয়ান সেনারা। দেশটির পার্লামেন্টে মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে।ক্ষমতাসীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের কনজারভেটিভ দলীয় সংসদ সদস্যরা ওই প্রস্তাবে সমর্থন দেন। ১৫৭ ভোটের মধ্যে প্রস্তাবের পক্ষে পড়ে ১৩৪ ভোট। প্রস্তাব অনুযায়ী কানাডিয়ান সেনারা ৬ মাস ইরাকে আইএসের ওপর বিমান হামলা চালাতে পারবেন।তবে প্রধানমন্ত্রী হার্পার স্থল অভিযানের কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন। প্রস্তাব অনুসারে কানাডার অন্তত ছয়টি সিএফ-১৮ মডেলের যুদ্ধবিমান ওই অভিযানে অংশ নেবে। আর এ অভিযানে দেশটির প্রায় ৬০০ সেনার অংশগ্রহণ থাকবে।প্রসঙ্গত, কানাডার বেশকিছু সামরিক উপদেষ্টা ইতোমধ্যে ইরাকে অবস্থান করছেন। তবে সিরিয়া সরকারের অনুমতি না থাকায় দেশটিতে কোনো অভিযান পরিচালনা করবেন না কানাডিয়ান সেনারা।

Advertisement