বলিউডে ‘নেপটিসম’ বা স্বজনপ্রীতি নিয়ে তর্ক-বিতর্ক লেগেই রয়েছে। এ স্বজনপ্রীতির বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন বলিউডের অনেক তারকাসহ পরিচালকও।
Advertisement
আর এর মধ্যে যার নাম সবার ওপরে তিনি হলেন বলিউডের কুইন কঙ্গনা রানওয়াত। সবসময়ই স্বজনপ্রীতির বিরুদ্ধে সরব থেকেছেন কঙ্গনা। তবে এবার মুখ খুললেন বলিউডের আরেক অভিনেত্রী আনুশকা শর্মা।
তিনি বলেন, ‘নেপটিসম নিয়ে অনেক কথাই হয়। আমি শুধু বলতে চাই যারা এই নেপটিসমকে সমর্থন করেন তাদের বিরুদ্ধে সামিল হন। অভিনেতা বা স্টার কিডসদের বিরুদ্ধে নয়। আমি বাইরে থেকে এসেছি।’
তিনি বলেন, ইন্ড্রাস্টিতে আমার কারও সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এখানে অনেক ভালো পরিচালক এবং অভিনেতারা রয়েছেন, যারা আপনাকে কাজ শিখিয়ে দেবে। সবসময় আপনার সহায়তা করবে। মানুষ আপনার কাজকে সন্মান করবে।’
Advertisement
আনুশকা শর্মা ২০০৮ সালে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের ব্যানারে তিনটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন। এর মধ্যে ‘রাব নে বানা দি জোড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ ঘটে তার।
এনএফ/এমএস