বিবিধ

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নানা কর্মসূচী ঘোষণা করেছে।১৫ আগস্ট শনিবার সকাল ৮টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক।এছাড়া সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দিবসটি স্মরণে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সর্বসাধারণের অংশগ্রহণে এ মাহফিল পরিচালনা করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।সকাল সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি থাকবেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্ণরস এর গর্ভণর মিছবাহুর রহমান চৌধুরী ও শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী। উদ্বোধনী বক্তৃতা দেবেন ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।আরএস/পিআর

Advertisement