জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
Advertisement
এই ইউনিটে ছেলেদের ১৬৩টি আসনের বিপরীতে ১০ গুণ, একইভাবে মেয়েদের ১৬৩টি আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীকে উত্তীর্ণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এই ইউনিটে ২৭ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ হাজার ৮৫৮ জন কৃতকার্য হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.ju-admission.org থেকে ফলাফল জানা যাবে।
Advertisement
হাফিজুর রহমান/বিএ