২০২১ সালের মধ্যে পোশাক শিল্পে রফতানি ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে বিজিএমইএ-কে পূর্ণ সহযোগিতা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের আমন্ত্রণে বিজিএমইএ’র আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডা. শারিফ আছ সাবের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।এ সময় বিজিএমইএ’র ঘোষিত ৫০ মিলিয়ন ডলারের রফতানি শতভাগ বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড সম্ভাব্য বিষয়ে আলোচনা হয়।শারিফ আছ সাবের বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর সরকার যেভাবে পোশাক শিল্পের প্রতিকূলতাগুলো মোকাবেলা বিশেষ করে দেশে ও বিদেশে পোশাক শিল্পের ভাবমূর্তির পূনর্গঠনে এগিয়ে এসেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি সংস্থার বলিষ্ঠ ও গতিশীল ভূমিকা পালন শুধুমাত্র যে পোশাক শিল্পের ৫০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে তা নয় বরং এই ঐক্যবদ্ধ প্রয়াস একটি উন্নত, অধিকতর সমৃদ্ধশালী ও সুখী বাংলাদেশ গড়তে সহায়তা করবে।সভার আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাড়াও ট্যাক্সেশন সদস্য, প্রশাসনের সদস্য এবং কাস্টমস সদস্যরা উপস্থিত ছিলেন।এসআই/এসকেডি/পিআর
Advertisement